স্টাফ রিপোর্টার: রাজধানীর কারওয়ানবাজারে সড়কদ্বীপে বসানো বাঘের ভাস্কর্যটি উল্টে এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, ভোরেই ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে বাঘের ভাস্কর্যটির নিচে চাপা পড়া ওই ভ্যানচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৃষ্টির কারণে ভিত্তি দুর্বল হয়ে যাওয়ায় ভাস্কর্যটি নিজের ভারে উল্টে গেছে বলে ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা। তবে পাশেই বাঘ শাবকের ভাস্কর্যটি আগের অবস্থাতেই আছে। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি নিহত ভ্যানচালকের পরিচয় জানাতে পানেননি।