জীবননগর বেনীপুর গ্রামবাসী ১১ মাদকব্যবসায়ীর উৎপাতে অতিষ্ঠ

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বেনীপুরে ১১ মাদকব্যবসায়ী ও অসংখ্য মাদকসেবীর উৎপাতে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। মাঝে মাঝে বাদ্য-বাজনা নিয়ে আসর বসিয়ে মাদক বিক্রি করা হয়। এসব মাদকব্যবসায়ীদের খপ্পরে পড়ে বিপথগামী হচ্ছে তরুণ ও যুবসমাজ। এদের বিরুদ্ধে কিছু বললে তারা ভয়ঙ্কর রূপ ধারণ করে। উল্টো মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়ার হুমকি দেয়। কোনো কোনো সময় নিজেদের শরীর ব্লেড দিয়ে কেটে থানায় মিথ্যা মামলা পর্যন্ত দায়ের করে হয়রানি করে থাকে।

গ্রামবাসীর অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্ত গ্রাম বেনীপুরে মাদকের আখড়া গড়ে তুলেছে ১১ মাদকব্যবসায়ী। এরা হচ্ছে সিরাজুল ইসলামের ছেলে আব্দুল হান্নান, জয়নাল আবেদীনের মেয়ে জেলু খাতুন, মৃত রবগুল ইসলামের ছেলে বজলুর রহমান, মধু মণ্ডলের ছেলে বাদল, বকস মণ্ডলের ছেলে আবু তালেব, ইঊছুপ আলীর ছেলে ডুবো, আব্দুল গফুরের ছেলে মানিক, চান্দুর জামাতা আব্দুল হালিম, আজির বকসের ছেলে নজরুল ইসলাম ও ফজলু এবং আশকার আলীর ছেলে আব্দুল কাদের। গ্রামবাসীর অভিযোগ উল্লেখিত মাদকব্যবসায়ী ও মাদকসেবীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ম্যানেজ করে দেদারছে মাদকব্যবসা চালিয়ে যাচ্ছে। এ সব মাদকব্যবসায়ীদের খপ্পরে পড়ে তরুণ ও যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। বেনীপুর গ্রামের পরিবেশ ও তরুণ-যুবসমাজকে রক্ষার্থে অবিলম্বে এ সকল মাদকব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে গ্রামবাসী।