কেরুজ বাণিজ্যিক খামারের লিজকৃত জমি থেকে ধান কাটা শুরু

দর্শনা অফিস: কেরুজ চিনিকলের বাণিজ্যিক খামারের লিজকৃত জমিতে ধান কর্তন শুরু করেছে চাষিরা। চাষিরা স্বল্প মেয়াদী কেরুজ জমি লিজ গ্রহণ করে প্রবল বর্ষণের কারণে পর পর দু বার সবজি চাষে বড় রকমের ক্ষতিগ্রস্ত হওয়ার পর এ ধান রোপণ করে। গতকাল বৃহস্পতিবার থেকে ধান কাটা শুরু করলে চাষিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। এ বিষয়ে গতকালই বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের কর্মকর্তারা সরেজমিন কেরুজ বাণিজ্যিক খামার এলাকা পরিদর্শন করেছেন।

জানা যায়, চলতি বছরে কেরুর ৭টি বাণিজ্যিক খামারের ৭৮০ একর জমি এলাকার চাষিদের মধ্যে ৬ মাসের জন্য সবজি চাষ করতে বরাদ্দ দেয়া হয়। সে মোতাবেক ওইসব জমিতে মিষ্টি কুমড়া, শসা, বরবটি, ধনেপাতা চাষ করা হয়। প্রাকৃতিক দুর্যোগ ও অতি বর্ষণের কারণে পরপর দু বার সবজি চাষে চাষিরা বড় রকমের মার খেয়ে যায়। ক্ষতি পুষিয়ে নিতে চাষিরা ছোটো বাবু নামক এক ধরনের ধানচাষ করলে সে ধান গত আড়াই মাসেই পাকা শুরু করে। গতকাল বৃহস্পতিবার থেকে এ ধান কর্তন শুরু হয়েছে। এ সময় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ডিজিএম মো. শামিউল ইসলাম ভুইয়া, জিল্লুর রহমান এবং কেরুজ চিনিকলের ডিজিএম মো. ইমতিয়াজ হোসেন সরেজমিন ফার্ম এলাকা পরিদর্শন করেছেন।

Leave a comment