দর্শনা মোবারকপাড়া কেন্দ্রীয় গোরস্তানের সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু

দর্শনা অফিস: দর্শনা মোবারকপাড়া কেন্দ্রীয় গোরস্তানের সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি এ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র মতিয়ার রহমান, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, গোরস্তান কমিটির সাধারণ সম্পাদক বদর উদ্দিন, সহসাধারণ সম্পাদক মাও. ওমর আলী, মীর জামিল হোসেন, বিল্লাল হোসেন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সামাদুল ইসলাম, সার্ভেয়ার হাফিজুর রহমান, একান্ত সচিব জালাল উদ্দিন প্রমুখ।

Leave a comment