সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় অর্নিদিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে। জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দিয়েছে। জেলার ঝিনাইদহ-শৈলকুপা-হাটফাজিলপুর সড়কে বাস ও মাহেন্দ্র চলাচলকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জের ধরে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শৈলকুপা উপজেলায় সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। ঝিনাইদহ শহর থেকে শৈলকুপা রুটে কোনো বাস চলাচল করেনি। যার ফলে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।

বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্মসাধারণ সম্পাদক আলমগীর কবীর ও জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সাইদুল ইসলাম সাইদ জানিয়েছেন, ঝিনাইদহ-শৈলকুপা-হাটফাজিলপুর সড়ক থেকে অবৈধ মাহেন্দ্র, জেএসএ, থ্রি-হুইলারসহ অবৈধ যান চালাচল বন্ধ করা না হয় তবে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন।

মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ অঞ্চলে সড়ক মহাসড়কে নিয়ন্ত্রণহীনভাবে অবৈধ যানবাহন চলাচল করছে। উচ্চ আদালত ও সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকার পরও বেআইনিভাবে বিভিন্ন রুটে দাপটের সাথে চলাচল করছে।

Leave a comment