অফিস কর্তাদের মোবাইল বন্ধ : ফুঁসে উঠেছে গ্রাহক সাধারণ
দর্শনা অফিস: আকাশে কালো মেঘ জমলে, হালকা বৃষ্টি হলে কিংবা মৃদু বাতাস বইলেই দর্শনায় বিদ্যুত লোডশোডিং যেন নিয়মমাফিকে পরিণত করে রেখেছেন কর্তাবাবুরা। গতকাল বৃহস্পতিবার দিনভর লোডশোডিঙে অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রাহক সাধারণ। বৃহস্পতিবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত কমপক্ষে ২৪ বার লোডশোডিঙের ঘটনা ঘটেছে। সন্ধ্যা নামার সাথে সাথে বিদ্যুত লোডশোডিং ছিলো অনেকটা মোবাইলফোনের মিসকলের মতো। অস্বাভাবিক এ লোডশোডিঙের কারণে চরমভাবে ক্ষতি হচ্ছে বিদ্যুতচালিত সামগ্রীর। দর্শনায় পল্লী বিদ্যুত অফিসে নতুন কর্তা শাহিনুল ইসলামের যোগদানের সাথে সাথে বিদ্যুত লোডশোডিং বেড়েছে বলে মন্তব্য করেছে অনেকেই। এ বিষয়ে শাহিনুল ইসলামের সাথে দিনভর যোগাযোগের চেষ্টা করা হলেও অজ্ঞাত কারণে তার মোবাইলফোন ছিলো বন্ধ। বিদ্যুত লোডশোডিং এভাবে চলতে থাকলে ফুঁসে উঠবে দর্শনাবাসী। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির কর্তাদের সুদৃষ্টি কামনা করা হয়েছে।