স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার মৎস্য আড়তদার, ফঁড়িয়া ও মাছব্যবসায়ীরা জানমাল অর্থ ও সম্পদের নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের নিকট আবেদন করেছেন। আবেদনে চুয়াডাঙ্গা মসজদিপাড়ার খমিনীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার গ্রেফতারেরও দাবি জানানো হয়েছে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার বরাবর প্রেরিত অভিযোগপত্রে চুয়াডাঙ্গার মৎস্য আড়ৎদার, ফঁড়িয়া ও ক্ষুদ্র মাছব্যবসায়ীদের মধ্যে ৪০ জনের স্বাক্ষর রয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, চুয়াডাঙ্গা মসজিদপাড়ার মো. খমিনী মাছ বিক্রির কাজে নানাভাবে বাধা দেয়। কোনো ক্রেতাকে মাছ নিলামে ডাকে অংশ নিতে দেয় না। কেউ নিলামে অংশ নিলে তাকে মারধর করে। মাছ নিলে টাকা দেয় না। টাকা চাইলে মারতে যায়। কয়েক দিন আগে হক ফিসের কর্মচারীকে রেলবাজারে বাটাম দিয়ে মারধর করে। প্রতিকারের আশ্বাসও মেলে। এর মাঝে গত ১৮ আগস্ট সকাল ১০টার দিকে হক ফিসের স্বত্বাধিকারী হামিদুল হককে মারধর করে। এসব ঘটনার প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়ে মাছব্যবসায়ীর নিরাপত্তা চেয়ে আবেদন করা হয়েছে।