আজ বাদ আছর দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওহাব মল্লিকের দাফন কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল নয়টায় শহরের জান্নাতুল মাওলা কবরস্থানে নামাজে জানাজা শেষে দাফন করা হয়। দাফন কাজে বিচারকবৃন্দ, পৌর মেয়র, আইনজীবী, সাংবাদিক, আত্মীয়স্বজন ও দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আজ বুধবার বাদ আছর চাঁদমারী মাঠ সংলগ্ন মরহুমের বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলে সকলকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল সাতটায় মরহুমের নিজগ্রাম আলমডাঙ্গার মাজহাদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর নিয়ে আসা হয় তার কর্মস্থল চিরচেনা জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে। সেখানে সহকর্মী আইনজীবীরা শেষবারের মতো তাকে বিদায় জানান। এছাড়া তার শেষ ইচ্ছে অনুযায়ী সিনেমা হলরোডে নির্মাণাধীন ভবনের নিচতলায় মরদেহ কিছুক্ষণের জন্য রাখা হয়। সেখান থেকে নেয়া হয় জান্নাতুল মাওলা জামে মসজিদ ও কবরস্থানে। সকাল নয়টায় অনুষ্ঠিত হয় মরহুমের নামাজে জানাজা। এ সময় মরহুমের একমাত্র ছেলে আব্দুল ওয়াহেদ মল্লিক আলো মরহুম পিতা আব্দুল ওহাব মল্লিকের জন্য সকলের কাছে দোয়া চান। এছাড়া বাংলাদেশ বার কাউন্সিলের রিলিফ ফান্ডের চেয়ারম্যান মো. ইছাহক আলী, চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস, জেলা বারের সাবেক সভাপতি অ্যাড. সেলিম উদ্দিন খান, বারের সেক্রেটারি সৈয়দ হেদায়েত হোসেন আসলাম ও মরহুমের ভাই আব্দুল মান্নান মল্লিক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। জানাজা ও দোয়া পরিচালনা করেন বায়তুল মামুর মসজিদের পেশ ইমাম মুফতি জাহিদুল ইসলাম।
সকাল সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আদালতে অনুষ্ঠিত হয় কোর্ট রেফারেন্স। কোর্ট রেফারেন্সে অ্যাডভোকেট আব্দুল ওহাব মল্লিকের জীবন বৃত্তান্তের ওপর আলোচনা করেন জেলা ও দায়রা জজ শিরিন কবিতা আখতার। কোর্ট রেফারেন্সে অ্যাডভোকেট আব্দুল ওহাব মল্লিকের জীবন বৃত্তান্ত পাঠ করে শোনান বারের সিনিয়র সহসভাপতি অ্যাড. মুনসুর উদ্দিন মোল্লা। এ সময় কোরআন তেলাওয়াত করেন অ্যাড. আকসিজুল ইসলাম রতন ও দোয়া পরিচালনা করেন অ্যাড. মাহতাব হোসেন। কোর্ট রেফারেন্স পরিচালনা করেন বারের সেক্রেটারি সৈয়দ হেদায়েত হোসেন আসলাম।
এ সময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) নাজির আহমেদ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) চাঁদ মো. আব্দুল আলিম আল রাজী, যুগ্ম জেলা জজ আব্দুর রহিম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মোহা. আমীনুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম, সহকারী জজ মানিক দাস ও জেলা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
দুপুর ১২টায় চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সার্বজনীন শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভাটি বারের সিনিয়র সহসভাপতি অ্যাড. মুনসুর উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বারের সাবেক সভাপতি এসএম ইমদাদ হোসেন, সেলিম উদ্দিন খান, আলমগীর হোসেন, এমএম শাহজাহান মুকুল ও নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক রফিউর রহমান, আবুল বাশার ও শামীম রেজা ডালিম, মোল্লা আব্দুর রশিদ (জিপি), মহ. শামশুজ্জোহা (পিপি), বারের সহসভাপতি সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান গনি, সালাম, মজিবুল হক চৌধুরী, তছিরুল আলম মালিক ডিউক, বজলুর রহমান, আ.স.ম আব্দুর রউফ, সোহরাব হোসেন, আকসিজুল ইসলাম রতন, মইনুদ্দিন মইনুল, বেলাল হোসেন, শরীফ উদ্দিন হাসু, আতিয়ার রহমান, হানিফ উদ্দিন, তালিম হোসেন, ফজলে রাব্বি সাগর, মমতাজ খাতুন, নাজমুল হাসান লাভলু, আনোয়ারুল হক, খন্দকার অহিদুল আলম মানি, হুমায়ুন কবীর মামুন, তসলিম উদ্দিন ফিরোজ, রুবিনা পারভীন, মাসুদ পারভেজ রাসেল ও আবু তালেব বিশ্বাস। শোকসভাটি পরিচালনা করেন বারের সেক্রেটারি সৈয়দ হেদায়েত হোসেন আসলাম।
অশ্রুসজল চোখে শোকসভায় বক্তব্য রাখেন সহকর্মীরা। এছাড়া বক্তারা প্রয়াত অ্যাডভোকেট আব্দুল ওহাব মল্লিকের জীবন বৃত্তান্ত ও স্মৃতি তুলে ধরেন। বক্তারা বলেন, একজন ভালো মানুষ হতে যেসব গুণাবলী প্রয়োজন, সবই তার মধ্যে ছিলো।