স্টাফ রিপোর্টার: গাঁজা সেবন ও বিক্রির অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত চুয়াডাঙ্গা জেলা সদরের সরোজগঞ্জ বোয়ালিয়ার ওসমান মণ্ডলকে (৪৫) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় সরোজগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রায় ঘোষণা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামান। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেশ কয়েক দিন থেকেই তাকে ধরার জন্য সোর্স নিয়োগ দিয়েছিলেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পূর্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দু কর্মকর্তা ও চুয়াডাঙ্গা পুলিশ লাইনের পুলিশ ফোর্সের সহায়তায় হাতেনাতে মাদকব্যবসায়ী ওসমান মণ্ডলকে আটক করা হয়। এরপর সন্ধ্যায় সরোজগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় প্রদান করেন। আসামি ওসমান গনি বলেছে, আমি ২৫ বছর যাবত মাদক সেবন ও মাদকদ্রব্য বিক্রি করছি। আর আমি এ কাজ করবো না। ওসমান মণ্ডল সরোজগঞ্জ বোয়ালিয়া গ্রামের হঠাৎপাড়ার মৃত হযরত মণ্ডলের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের রায় শেষে উদ্ধারকৃত গাঁজা জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের ইন্সপেক্টর মিলন কুমার মুখার্জি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসের এসআই নিরঞ্জন কুমার শিকদার। রায়ের পর ওসমান মণ্ডলকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণ করা হয়।