আলমডাঙ্গা ব্যুরো: রাস্তায় গাছ ফেলে আলমডাঙ্গা যমুনার মাঠে অস্ত্রের মুখে জিম্মি করে গরুব্যবসায়ীদের নিকট থেকে ৯ লক্ষাধিক টাকা ডাকাতির ঘটনায় পুলিশ সন্দেহজনক দু গরুব্যবসায়ীকে আটক করেছে।
জানা গেছে, গত পরশু রাতে আলমডাঙ্গা থানার এসআই জসিম উদ্দীন অভিযান চালিয়ে যমুনার মাঠে ডাকাতির ঘটনায় সন্দেহজনক দুজনকে আটক করেছেন। এরা হলো উপজেলার বাদেমাজু গ্রামের শামসুল মণ্ডলের ছেলে গরুব্যবসায়ী ক্যাপ্টেন (৩০) ও একই গ্রামের আয়ুব আলীর ছেলে টিপলু (৩১)। গতকালই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে আটক সন্দেহজনক ক্যাপ্টেনের পরিবার দাবি করেছে, গরুব্যবসায়ী হিসেবে ক্যাপ্টেনের এলাকায় বেশ সুনাম রয়েছে। এলাকার আরেক গরুব্যবসায়ী হায়দারের সাথে তার বিরোধ চলছে। এ বিরোধের জের ধরে ক্যাপ্টেন ও টিপুকে ডাকাতি মামলায় ফাঁসানোর জন্য পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছে।
উল্লেখ্য, আলমডাঙ্গা এলাকার গরুব্যবসায়ীরা রাজশাহী সিটি পশুহাটে মোষ বেচাকেনা করে গত রোববার রাতে বাড়ি ফিরছিলেন। আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের বেহাল অবস্থার কারণে তারা বিত্তিপাড়া-জামজামি সড়ক হয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। রাত ২টার দিকে তাদের বহনকারী ট্রাক ২টি যমুনার মাঠে পৌঁছুলে রাস্তায় গাছ পড়ে থাকতে দেখে গাড়ি থামানো হয়। সে সময় মুখ ঢাকা ১৫/২০ জন ডাকাত রাম দা উঁচিয়ে পথরোধ করে দাঁড়ায়। অস্ত্রের মুখে জিম্মি করে দু ট্রাকের ১১ জন গরুব্যবসায়ীর নিকট থেকে ৯ লক্ষাধিক টাকা ডাকাতি করে নেয়।