স্টাফ রিপোর্টার: দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের মৌলভীবাজার শ্রীমঙ্গল বন্ডেড ওয়্যার হাউস ইনচার্জ মো. তাজউদ্দিন তাজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে………….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৮ বছর। গত রোববার বেলা ১১টায় ভারতের ব্যাঙ্গালোর হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মো. তাজউদ্দিন চুয়াডাঙ্গা কোর্টপাড়ার নাসির উদ্দিনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী সাবিনা খাতুন, ছেলে মেহেদী হাসান (২০) ও মেহমুব হোসেন (১৭) এবং মেয়ে নিশাত তাবাসসুমসহ (১৩) অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপক শেখ মো. শাহাব উদ্দীন ভারতে অবস্থানরত মিনিস্টার টেলিভিশন কোম্পানির চেয়ারম্যান মো. হান্নান খানের বরাত দিয়ে জানিয়েছেন, তাজউদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন তাজের মরদেহ আজ বিমানযোগে কোলকাতা আনা হবে। এরপর সেখান থেকে ঢাকায় নেয়া হবে। ঢাকা উত্তরাতে সমাধিস্থত করা হবে বলেও জানান তিনি।
তার মৃত্যুতে ১৯৮৪ সালের এসএসসি ব্যাচের পরীক্ষার্থী ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সালেহীন, মাসুম কামাল, নুরুল আমীন, ওয়াহিদুল কাদির জোয়ার্দ্দার আনন্দ ও জোনারুল ইসলাম তাজউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরও শোক প্রকাশ করেছেন দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপক শেখ মো. শাহাব উদ্দীন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের জেলা সেনেটারি ইন্সপেক্টর গোলাম ফারুক ও জেলা জজ আদালতের পেশকার মঞ্জুরুল ইসলাম লিপন।