কার্পাসডাঙ্গা-কানাইডাঙ্গা টুকরোর মাঠে হেলে পড়েছে বিদ্যুতের খুঁটি : দুর্ঘটনার আশঙ্কা

 

কুড়লগাছি প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা-কানাইডাঙ্গা টুকরোর মাঠে ৯টি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়েছে। এতে প্রাণহানির শঙ্কায় রয়েছেন কৃষকেরা। বিদ্যুত বিপর্যয়ের শঙ্কা থাকলেও খুঁটিগুলো নতুনভাবে স্থাপন না করায় শ শ একর জমিতে চাষাবাদ বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। কার্পাসডাঙ্গার কানাইডাঙ্গার মোড়ের দক্ষিণ পাশের টুকরোর মাঠে কয়েকটি গভীর নলকূপের জন্য বিদ্যুত সংযোগের বৈদ্যুতিক ৯টি খুঁটি হেলে পড়েছে। দিন দিন বিদ্যুত বিভ্রাটের ঘটনাও বাড়ছে। সামান্য বাতাসে খুঁটিগুলো উপড়ে পড়ে সংযোগ বিছিন্ন হওয়ার উপক্রম। কার্পাসডাঙ্গা-কানাইডাঙ্গা গ্রামের কৃষক আব্দুল মান্নান, হামিদ আলী, নুরুল ইসলাম, আবু বক্কর, রেজাউল করিমসহ কৃষকেরা জানান, হেলে পড়া খুঁটিগুলো উপড়ে পড়ে যেকোনো সময় প্রাণহানির ঘটনা ঘটতে পারে। মেম্বার ফরজ জানান, দীর্ঘদিন ধরে এভাবেই খুঁটিগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে পড়ে থাকলেও কেউ দেখতে আসেনি। আবাদি জমিতে বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ায় শ শ একর জমিতে আমন চাষাবাদ করতে ভয় পাচ্ছেন কৃষকরা। পল্লী বিদ্যুতের চুয়াডাঙ্গা এরিয়ার জিএম জানান, ওই এলাকার গ্রাহকেরা খুঁটিগুলো হেলে পড়ার বিষয়টি আমাদের অবগত করেনি। খুঁটির অবস্থা দেখে খুব শিগগির প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a comment