ম্যান সিটির কাছে বিধ্বস্ত চেলসি

মাথাভাঙ্গা মনিটর: সার্জিও আগুয়েরো, ভিনসেন্ট কোম্পানি এবং ফার্নান্দিনহোর গোলে চেলসিকে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। রবিবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৩-০ গোলের জয় পেয়েছে পেলেগ্রিনির শিষ্যরা। এ জয়ে টানা দু ম্যাচে শতভাগ সাফল্য নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এলো সিটি, অন্যদিকে দু ম্যাচেই পয়েন্ট হারিয়ে সিটির থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে থাকলো হোসে মরিনহো বাহিনী।

বেশ কয়েকটি সুযোগ নষ্ট করার পরে আর্জেন্টাইন তারকা আগুয়েরো শেষ পর্যন্ত ৩১ মিনিটে চেলসির রক্ষণভাগ ভাঙতে সক্ষম হন। এরপর কোম্পানি এবং ফার্নান্দিনহো দ্বিতীয়ার্ধে দলের জয় নিশ্চিত করেন। ১৯৯৮ সালের পরে এই প্রথম লিগের প্রথম দু ম্যাচে জয়বিহীন থাকলো চেলসি। সফরকারী অধিনায়ক জন টেরিকে অবশ্য দলের এ পরাজয় দ্বিতীয়ার্ধে বদলি বেঞ্চে বসেই দেখতে হয়েছে। ১৭৭ লিগ ম্যাচের পরে এ প্রথমবারের মতো মরিনহো টেরিকে এতো তাড়াতাড়ি মাঠ থেকে উঠিয়ে নিলেন। বেশ কয়েকটি ভালো গোলের সুযোগ হাতছাড়া হবার পরে অবশেষে ইয়াইয়া টোরের সহায়তায় আগুয়েরো বক্সের মধ্যে থেকে লো শটে চেলসি গোলরক্ষক আসমির বেগোভিচকে পরাস্ত করেন। দলের এক নম্বর গোলরক্ষক থিবাট কোরটোয়িস লাল কার্ডের কারণে নিষেধ থাকায় আসমিরের সামনে সুযোগ আসে মূল একাদশে খেলার। দ্বিতীয়ার্ধে হ্যাজার্ডের একটি শট জো হার্ট দারুণভাবে রক্ষা করেন। কিন্তু ডেভিড সিলভার কর্নার থেকে ৭৯ মিনিটে কোম্পানি দলের ব্যবধান দ্বিগুণ করার ছয় মিনিট পরে ফার্নান্দিনহো বক্সের বাইরে থেকে জোড়ালো শটে দলের জয় নিশ্চিত করেন। এর আগে সেলহার্স্ট পার্কে ১৬ মিনিটে অলিভার জিরুর দুর্দান্ত ভলিতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এগিয়ে যায় আর্সেনাল। এরপর ৫৫ মিনিটে ড্যানিয়েল ডিলানের আত্মঘাতি গোলে আর্সেন ওয়েঙ্গারের দলের জয় নিশ্চিত হয়। এর আগে অবশ্য জোয়েল ওয়ার্ড প্যালেসের পক্ষে সমতা ফিরিয়েছিলেন। প্রথম ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলের আকস্মিক পরাজয়ের পরে ওয়েঙ্গারের জন্য এই জয়টা বেশ জরুরি ছিলো।

Leave a comment