স্টাফ রিপোর্টার: সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টে মঙ্গলবার ভারতকে পরাজিত করলেই প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেতে পারে বাংলাদেশের দুরন্ত কিশোর ফুটবলাররা। তাও আবার অপরাজিত চ্যাম্পিয়ন। মাত্র চার দিন আগেই ভারতকে এক দফা হারানো হয়েছে। জয়ের সেই সুখ স্মৃতি এখনও একেবারে টাটকা। এবার তার পুনরাবৃত্তির অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। আর চ্যাম্পিয়ন দলের অংশ হওয়ার জন্য দলের প্রত্যেক খেলোয়াড়ই দৃঢ় প্রতিজ্ঞ। দেশবাসীও তাকিয়ে আছেন এ কিশোরদের দিকে। এমনই স্বপ্ন প্রত্যাশা আর টানা জয়ের আত্মবিশ্বাস নিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল ৫টায় খেলা শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি।