মাথাভাঙ্গা মনিটর: ইনজুরির কারণে সোমবার শ্রীলঙ্কা সফর থেকে নাম প্রত্যাহার করেছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। ডান হাতের হাড়ে চিড় ধরায় ধাওয়ানের নাম প্রত্যাহার করাটা ভারতীয় দলের জন্য বড় একটি ধাক্কা। গলেতে প্রথম টেস্টে ৬৩ রানে পরাজিত হওয়া ম্যাচে ইনজুরিতে পড়েন ২৯ বছর বয়সী ধাওয়ান। শনিবার শেষ হওয়া ম্যাচে জয়ী হয়ে তিন টেস্টের সিরিজে ইতোমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক শ্রীলঙ্কা। গল টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ধাওয়ান সফরের বাকি দু ম্যাচ খেলতে পারছেন না। কলম্বোর পি সারা স্টেডিয়ামে বৃহস্পতিবার দ্বিতীয় ও রাজধানীর সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে ২৮ আগস্ট তৃতীয় টেস্ট শুরু হবে।
ভারতীয় দলের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, পরীক্ষা করে তার হাতে চুল চেড়া চিড় ধরা পড়েছে। এ অবস্থা থেকে সেরে উঠতে তার চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। গুরুত্বপূর্ণ দ্বিতীয় টেস্টের আগে ফর্মে থাকা বাঁহাতি এ ওপেনারকে হারানোটা দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন ভারতীয় দলের পরিচালনা রবি শাস্ত্রী। শাস্ত্রি বলেন, গলেতে শিখর অনেক সাহস দেখিয়েছে। যা আমরা একজন খেলোয়াড়ের কাছ থেকে প্রত্যাশা করি। তাকে হারানোটা আমাদের জন্য দুর্ভাগ্য। তবে ধাওয়ানের পরিবর্তন হিসেবে কারো নাম ঘোষণা করেনি ভারতীয় দল কর্তৃপক্ষ।