বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে মা দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মোতালেবের সভাপতিত্বে মা দিবস অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জেলা আ.লীগের সদস্যও কুতুবপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো.শাখাওয়াত হোসেন টাইগার। বিশেষ অতিথি ছিলেন কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন আহমেদ, সহকারী প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, হালসা কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, পরিচালনা কমিটির সদস্য কাজী তারিকুজ্জামান লাল্টু, এসএন আশিফ মিয়া। এ সময় শিক্ষার মানোন্নয়নের ওপর আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া শিক্ষক সানোয়ার হোসেন, দবির আলী, খাতিজা বেগম, আশিক রহমান, সাইফুর রহমান, জিয়াউর রহমানসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও সকল শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম স্বপন।