মেহেরপুর শহরের প্রাণকেন্দ্রে স্বর্ণের দোকানে চুরি

 

মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের প্রাণকেন্দে অবস্থিত পাত্র জুয়েলার্সে চুরি সংঘটিত হয়েছে। নগদ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার গয়নাগাটি চুরি হয়েছে বলে জানিয়েছেন দোকানমালিক।

পাত্র জুয়েলার্সের স্বত্বাধিকারী কিশোর কুমার পাত্র জানান, গত শুক্রবার রাতে চোরের দল দোকানের টিন কেটে ভেতরে প্রবেশ করে দোকানে থাকা নগদ ৪০ হাজার টাকা, বিভিন্ন আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণ ও ৫০ ভরি রুপো চুরি করে নিয়ে গেছে। এতে তার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার দোকান খুলে সবকিছু ছড়ানো ছেটানো দেখে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর থনা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

Leave a comment