মাথাভাঙ্গা মনিটর: রঙ্গনা হেরাথের ঘূর্ণিতে শেষ পর্যন্ত গল টেস্টে শ্রীলঙ্কার কাছে লজ্জাজনকভাবে হেরেছে ভারত। গল টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে হেরাথ একাই নেন ৭ উইকেট। আর তাতেই ১৭৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নামা সফরকারীরা অলআউট হয় মাত্র ১১২ রানে। শ্রীলঙ্কা ৬৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে। দ্বিতীয় ইনিংসে ভারতের পক্ষে সর্বোচ্চ রান করেন আজিঙ্কা রাহানে। তিনি করেন ৩৬ রান। এছাড়া শিখর ধাওয়ান ২৮, অমিত মিশ্র ১৫, ইশান্ত শর্মা ১০ রান করেন। বাকি সাত ব্যাটসম্যান মিলে করেন ১৯ রান। অতিরিক্ত থেকে এসেছে ৪ রান। শ্রীলঙ্কার জয়ের পেছনে আরো একজনের অবদান রয়েছে। তিনি হলেন ব্যাটসম্যান দিনেশ চান্ডিমাল। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে তার ১৬২ রানের অনবদ্য ইনিংসের ওপর ভর করেই ৩৭৫ রান তুলতে পেরেছিলো লংকানরা। যে সংগ্রহ লংকানদের এনে দেয় ১৭৫ রানের লিড। চান্ডিমাল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
তৃতীয় দিন বিকেলেই ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩ রানে লোকেশ রাহুলের উইকেটটি হারিয়ে বসেছিলো ভারত। চতুর্থ দিন সকালে নিয়মিত বিরতিতেই আসা-যাওয়া চললো ভারতীয় ব্যাটসম্যানদের। হেরাথের বলে একে একে ফিরেছেন রাহুল, রোহিত, ইশান্ত, রাহানে, ঋদ্ধিমান, হরভজন ও অশ্বিন। কুশলের শিকার ধাওয়ান, কোহলি আর অমিত মিশ্র। এর আগে প্রথম ইনিংসে টস জিতে স্বাগতিক শ্রীলঙ্কা সবকটি উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করেছিলো। আর ভারত করেছিল ৩৭৫ রান। এ জয়ের ফলে ৩ ম্যাচের টেস্ট সিরিজ ১-০ তে এগিয়ে গেল ম্যাথুউজ বাহিনী।