আলুকদিয়া প্রতিনিধি: চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া কানাপুকুর সংলগ্ন গোরস্তানের নিকট রাত আনুমানিক দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত রাস্তার ওপর গাছ ফেলে গণডাকাতি ঘটনা ঘটেছে।
জানা গেছে, গত শুক্রবার রাত আনুমানিক দেড়টা থেকে আড়াইটার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া কানাপুকুর সংলগ্ন গোরস্তানের নিকট রাস্তার ওপর গাছ ফেলে গণডাকাতি করা হয়। এলাকা সূত্রে জানা গেছে, ডাকাতির কবলে একটি পালসার মোটরসাইকেল, একাধিক ব্যাক্তির মোবাইলফোন, আনুমানিক প্রায় লক্ষাধিক নগদ টাকা, মাইক্রোবাস থামিয়ে সোনার গয়নাসহ ২৮ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতদল। এ সময় জেআর পরিবহনের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছুলে সামনে গাড়ি দাড়িয়ে থাকায় ড্রাইভারের সন্দেহ হয়। এ সময় ডাকাতদল জেআর পরিবহনের গাড়ির ড্রাইভারকে লক্ষ্য করে রামদা দিয়ে আঘাত করার চেষ্টা করে ব্যার্থ হয়। জেআর পরিবহন নিরাপদে বিশ্বাস ফিলিং স্টেশনের নিকট পৌছে স্থানীয় জনগণের সহযোগিতায় চুয়াডাঙ্গা সদর থানায় খবর দিলে পুলিশের টহলদল ঘটনাস্থলে পৌছানোর আগেই ডাকাত দল সটকে পড়ে।