স্টাফ রিপোর্টার: চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর লালমিয়ার চর থেকে অজ্ঞাত পরিচয় দুটি গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় হাইমচর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দু’টি উদ্ধার করে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল্লাহ অলি জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহগুলো উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে একটি মৃতদেহ আনুমানিক ২৫ বছর বয়সী এক নারীর। যার পরনে নীল রঙের স্যালোয়ার ও কামিজ রয়েছে। অপর মৃতদেহটি পচে যাওয়ার কারণে পুরুষ/মহিলা চিহ্নিত করা যায়নি। ধারণা করা হচ্ছে প্রায় এক মাসেরও অধিক সময়ের পূর্বে এদেরকে মেরে নদীতে ফেলা হয়েছে অথবা নৌ-দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। নদীর জোয়ারে অন্য স্থান থেকে লাশগুলো ভেসে আসে।
দুটি মৃতদেহই ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালমর্গে পাঠানো হবে। মৃতদেহগুলো উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা পুলিশ কার্যালয়ের (ডিআইও-১) মো. মামুনুর রশিদ।