নীলফামারীতে ট্রেনের ধাক্কায় দু পুলিশ সদস্য নিহত

 

স্টাফ রিপোর্টার: নীলফামারীর সৈয়দপুর উপজেলার গোলাহাট রেলক্রসিঙে পুলিশের পিকআপ ভ্যানকে চলন্ত ট্রেন ধাক্কা দিলে এতে দু পুলিশ সদস্য নিহত হন। এ ঘটনায় আহত হন আরও সাত পুলিশ সদস্য। গতরাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। জেলার ডোমার উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত সংলগ্ন স্টেশন চিলাহাটি থেকে ট্রেনটি ঢাকায় যাচ্ছিলো।

পুলিশ সুপার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে নেয়ার পথে মারা যান পুলিশের কনস্টেবল শামুস। আরেকজনের নাম জানা যায়নি। এ ঘটনায় আহতদের সৈয়দপুর একশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a comment