আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ওসমানপুরের আবু জেল নামের এক ব্যক্তি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। ওসমানপুর- হারদী রোডে কেশবপুর গ্রামের জীবন আলীর দ্রুত গতিতে চালানো মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে আবু জেলের একটি পা ভেঙে যায়।
জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে ওসমানপুর গ্রামের ছেলে আবু জেল হারদী বাজারে যাচ্ছিলো। পথিমধ্যে কেশবপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে জীবন আলী পেছন থেকে মোটরসাইকেল দিয়ে সজোরে ধাক্কা দেয়। এ সময় আবু জেলের একটি পা ভেঙে যায়। তাকে উদ্ধার করে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।