বিরোধীরা ধ্বংসাত্মক কর্মসূচি দিলে মোকাবেলা
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন তাতে বিরোধী দলগুলোর সাড়া দেয়া উচিত। দেশবাসী প্রধানমন্ত্রীর ভাষণে খুশি। অথচ বিরোধীদল দেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। ফলে আমাদের সজাগ হতে হবে।
জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ আলোকপাত করার লক্ষ্যে গতকাল শনিবার বিকেলে চুয়াডাঙ্গা আওয়ামী লীগ এক জরুরিসভার আয়োজন করে। সভায় সদর উপজেলার ৫টি ও আলমডাঙ্গার ১৫টি ইউনিয়ন ও চুয়াডাঙ্গা এবং আলমডাঙ্গা পৌরসভার সভাপতি সাধারণ সম্পাদকসহ সকল ইউনিয়ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জরুরি মতবিনিময়সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর গত শুক্রবার জাতির উদ্দেশে দেয়া ভাষণ খুবই বাস্তবসম্মত এবং সময়োপযোগী। গণমানুষের মনের ইচ্ছেরই প্রতিফলন। বিরোধীদলের প্রতি যে আহ্বান জানানো হয়েছে তাতে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার দ্রুত সাড়া দিয়ে সরকারের সাথে আলোচনায় বসা উচিত। দা-কুড়াল নিয়ে জামায়াতের সহায়তায় দেশকে সংঘাত এ নৈরাজ্যের দিকে ঠেলে না দিয়ে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কাজ করা উচিত।
সভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, আওরঙ্গজেব মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, অ্যাড. শামসুজ্জোহা, চুয়াডাঙ্গা পৌর সভাপতি জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দীন আহম্মেদ, ত্রাণ বিষয়ক সম্পাদক খুসতার জামিল, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না, শ্রম সম্পাদক এ নাসির জোয়ার্দ্দার টেংরা, সদর থানা সভাপতি আব্দুল মান্নান নান্নু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ঠাণ্ডু, আলমডাঙ্গা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব হোসেন, আলমডাঙ্গা পৌর সভাপতি আবু মোসা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কুমারির সাবেক চেয়ারম্যান হেলাল উদ্দীন, হারদী ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য শাখাওয়াত হোসেন টাইগার, আব্দুল ওহাব, আলমডাঙ্গা থানা আওয়ামী লীগের সহসভাপতি আমিরুল ইসলাম মণ্টুসহ সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময়সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে জামায়াত-বিএনপির ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে সাধারণ মানুষকে জানানোর গুরুত্ব অনেক। জামায়াত বিএনিপর ধ্বংসাত্মক কর্মকাণ্ড মোকাবেলায় আওয়ামী লীগকে প্রস্তুত থাকতে হবে।