পরিবর্তনকালীন সময় পার করছে শ্রীলঙ্কা : মুরালিধরন

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের বিপক্ষে চলমান টেস্টে লংকান দলের পারফর্মেন্সকে হতাশাজনক উল্লেখ করে দেশটির কিংবদন্তী স্পিনার মুত্তিয়া মুরালিধরন বলেছেন ‘পরিবর্তনকালীন সময়’ পার করতে থাকা দলটির বিপক্ষে টিম ইন্ডিয়া সুবিধা আদায় করতে সক্ষম হবে। ক্রিকেট একাডেমী অব বেঙ্গলের (ক্যাব) ভিশন ২০২০ এর বোলিং পরামর্শকের দায়িত্বপালনকারী এ স্পিনার বলেন, আমাদের দলের বেশ কিছু সেরা ক্রিকেটার অবসর গ্রহণ করায় সঙ্কটের মধ্যে পড়ে গেছি। ফলে দলটি এখন পরিবর্তনকালীন সময় অতিক্রম করছে। এটি কাটিয়ে উঠতে সময়ের প্রয়োজন। দলটিকে পুনর্গঠন করতে হলে অন্তত এক-দুই বছর সময় লাগবে। সুতরাং এটি এখন ভারতের জন্য দারুণ সুযোগ। গলে সফরকারী ভারতীয়দের সাথে সিরিজের ১ম টেস্টে এখন পরাজয়ের জন্য প্রহর গুণছে স্বাগতিক দল। ১ম ইনিংসে ১৮৩ রান সংগ্রহকারী শ্রীলঙ্কার বিপক্ষে ভারত ওই ইনিংস থেকে সংগ্রহ করে ৩৭৫ রান। ২য় ইনিংসে দিনেশ চান্ডিমালের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে লংকানরা ৩৬৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে ম্যাচ জয়ের জন্য ভারতীয়দের টার্গেট দাঁড়ায় ১৭৬ রান। সেই লক্ষ্যে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ২৩ রান তুলেছে টিম ইন্ডিয়া। ফলে ম্যাচ জয়ের জন্য ভারতকে সংগ্রহ করতে হবে আর মাত্র ১৫৩ রান। হাতে রয়েছে ৯ উইকেট। লংকান এ স্পিন যাদুকর বলেন, এই মুহূর্তে ভারতীয়দের স্পিন আক্রমণও দুর্দান্ত। প্রথম দিন অশ্বিন দারুণভাবে সফলতা পেয়েছেন। তিনি দারুণ এক বোলার। উইকেট থেকেও তিনি দারুণ সহায়তা পাচ্ছেন। এখন ১ম টেস্টের নিয়ন্ত্রকের ভুমিকায় রয়েছে ভারত। দলটি দীর্ঘসময় ধরে একত্রে থাকার কারণে খেলোয়াড়দের মধ্যে দারুণ বুঝাপড়া রয়েছে।

Leave a comment