চুয়াডাঙ্গার নীলমণিগঞ্জে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে-পুলিশ সুপার

চুয়াডাঙ্গার আইন শৃঙ্খলার উন্নতির দাবিদার জনগণ

 

সদরুল নিপুলঃ চুয়াডাঙ্গা জেলা সদরের নীলমণিগঞ্জ শহীদ রবিউল মিলনায়তন ক্লাব চত্ত্বরে ঈদের আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী। প্রধান অতিথি বলেন- চুয়াডাঙ্গার আইন শৃঙ্খলার অবস্থা অনেক ভালো। চুয়াডাঙ্গার আইন শৃঙ্খলার উন্নতির দাবিদার জনগণ। দলমত নির্বিশেষে সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। উপস্থাপনা করেন ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান নিপুল। বিশেষ অতিথি ছিলেন ডা. রাকিবুল ইসলাম লিটু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান ও প্রকৌশলী সেকেন্দার হাসান ভুলু। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান মাজু। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার এবং যুব সমাজের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী। পরে ইউপি চেয়ারম্যান  গোলাম ফারুকের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।