ঝাড়খণ্ডে সড়ক দুর্ঘটনায় ১৩ তীর্থযাত্রীর মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: ভারতের ঝাড়খণ্ডে একটি ট্রাকের সাথে যাত্রীবোঝাই ভ্যানের সংঘর্ষে অন্ততপক্ষে ১৩ পূণ্যার্থী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। রাচি থেকে ১৩০ কিলোমিটার দূরে সেরাইকেলা খারসোয়ান জেলার ইচাগড়ে সকাল প্রায় ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উড়িষ্যার পুরি জগন্নাথ মন্দিরে প্রার্থনা শেষে পূণ্যার্থীরা বিহারের সিওয়ান জেলায় নিজেদের বাড়িতে ফেরার পথেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো। পুলিশ বলছে, ট্রাকটি যখন ভ্যানটিকে আঘাত করে তখন তাতে প্রায় ২৫ জন আরোহী ছিলেন। ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়। বাকি ১২ জন আহত হন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

Leave a comment