স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় সর্পদংশনে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বুধবার রাতে ঘুমন্ত অবস্থায় শিশু হৃদয়কে সাপে দংশন করে। চুয়াডাঙ্গা সদর উপজেলার কোটালী গ্রামের হাবিবুর রহমানের ছেলে হৃদয় (৯) তৃতীয় শ্রেণীর ছাত্র। রাতে সে তার ভাইয়ের সাথে চৌকির ওপর ঘুমিয়ে ছিলো। রাত ২টার দিকে বিষধর সাপে তার পায়ে দংশন করে। বাড়ির লোকজন তাকে গ্রামের কবিরাজ বাবর আলীর কাছে নিয়ে যায়। কবিরাজ বাবর আলী দীর্ঘ ৩ ঘণ্টা ঝাড়ফোঁক করেন। শেষমেশ শিশু হৃদয় নেতিয়ে পড়লে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে গতকাল সকাল ৬টা ৫০ মিনিটে হৃদয় মারা যায়। হৃদয়ের লাশ গ্রামে নিয়ে যাওয়া হলে প্রতিবেশীসহ আশপাশ এলাকায় শোকের ছায়া নেমে আসে। ছুটে আসে হৃদয়ের সহপাঠীরাও।