বিষমুক্ত কলা উৎপাদন ও বাজারজাতকরণে মেহেরপুরে মতবিনিময়

 

মেহেরপুর অফিস: বিষমুক্ত কলা উৎপাদন ও বাজারজাতকরণের লক্ষ্যে মেহেরপুরে কলাচাষি ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছে জেলা প্রশাসন ও জেলা কৃষি বিভাগ। গতকাল বৃহম্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক এসএম মোস্তাফিজুর রহমান। কলায় বিষাক্ত কেমিক্যাল প্রয়োগ করলে মোবাইলকোর্ট আইনের শাস্তির বিধানগুলো তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম। বিষমুক্ত কলা উৎপাদন ও পাকানোর বিভিন্ন কৌশল তুলে ধরে আরো বক্তব্য রাখেন খাদ্য ও শস্য বিশেষজ্ঞ ড. আক্তারুজ্জামান। জেলার শতাধিক কলাচাষি ও ব্যবসায়ী মতবিনিময়সভায় অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, সহকারী কমিশনার ফাতেমাতুজ্জোহরা প্রমুখ।