গাংনীতে মাছের অভয়াশ্রম

 

গাংনী প্রতিনিধি: দেশীয় মাছের বংশ বিস্তারের লক্ষ্যে মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়ায় মাথাভাঙ্গা মরা নদীতে মাছের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে মাছের পোনা অবমুক্ত করেন।

অনুষ্ঠানে মটমুড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শেখ মুহাম্মদ মেসবাহুল হক, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান ও উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম। উপস্থিত ছিলেন এলাকার মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জ্যৈষ্ঠ থেকে আশ্বিন মাস পর্যন্ত দেশীয় মাছের প্রজনন মরসুম। এ সময় মাছ ধরা বন্ধ ও এর বংশ বিস্তারের মধ্য দিয়ে এলাকায় দেশীয় মাছের জোগান বৃদ্ধির লক্ষ্যে গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। অভয়াশ্রম এলাকায় প্রজনন মরসুমে মাছ না ধরার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন।