মাথাভাঙ্গা মনিটর: আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ব্যাপক রদবদল হয়েছে। ঘোষণা করা ১৫ জনের দলে সাতজনই নতুন! এ নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে হয়েছে সর্বশেষ বিশ্বকাপ জেতা দলের সাতজনের। গত বুধবার ১৫ জনের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। ঘোষণা অনুযায়ী দলে এসেছেন- অ্যাশটন অ্যাগার, জো বার্নস, নাথান কোল্টার-নাইল, জেমস প্যাটিনসন, মার্কাস স্টইনিস ও ম্যাথু ওয়েড-এই ছয় জনের সাথে থাকা ক্যামেরন বয়েস শুধু টি-টোয়েন্টি খেলবেন। বাদ পড়েছেন জেভিয়ার ডোহার্টি, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, ব্র্যাড হাডিন। বিশ্রাম দেয়া হয়েছে জস হেইজেলউড ও মিচেল জনসনকে। অস্ট্রেলিয়া দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, জর্জ বেইলি, জো বার্নস, নাথান কোল্টার-নিলে, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, জেমস প্যাটিনসন, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, ম্যাথু ওয়েড, শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার, ক্যামেরন বয়েস (শুধুমাত্র টি-টোয়েন্টির জন্য)। ২৭ আগস্ট আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে শুরু হওয়া এ সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ।