স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার দৌলতপুরে পারিবারিক বিরোধ নিয়ে চাচাতো বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই মান্নান (২৪) নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ২টার দিকে উপজেলার তেলিগাংদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মান্নান রিফায়েতপুর ইউনিয়নের তেলিগাংদিয়া গ্রামের আবুর ছেলে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, মতির সাথে তার চাচাতো ভাই মান্নানের পারিবারিক বিষয় নিয়ে কথা কাটিকাটি হয়। এক পর্যায়ে মতি মান্নানের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন। এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনার পরপরই ঘাতক মতি গা ঢাকা দিয়েছে।