স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামে দীর্ঘদিন দলের বাইরে থাকা মনিরুজ্জামান উমরের নেতৃত্বে অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। গতকাল বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামের পূর্বপাড়ায় বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানসভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু, সদর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শেফালী খাতুন, সাবেক চেয়ারম্যান ইলিয়াস হোসেন সেন্টু, মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল মালেক, বোয়ালমারী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিনহাজসহ যুবলীগ নেতা মোমিন ও মজিদ। আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামানের নেতৃত্বে প্রায় অর্ধশত বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করে।