জীবননগর ও উথলীতে বিজিবির পৃথক অভিযানে একজন আটক : ফেনসিডিল উদ্ধার

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী বিশেষ ক্যাম্পের বিজিবি অভিযান চালিয়ে ১৬৮ বোতল ফেনিসিডিলসহ রাঙ্গিয়ারপোতার মাদকব্যবসায়ী শাহাবুল ইসলামকে আটক করেছে। অপরদিকে জীবননগর সীমান্ত ফাঁড়ি বিজিবি পিয়ারাতলার একটি কলাবাগান থেকে ৫১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। গতকাল বুধবার ভোরে বিজিবি এ অভিযান পরিচালনা করে বলে বিজিবি সূত্রে জানা গেছে। রাত ২টা দিকে গোপন সংবাদের ভিত্তিতে জীবনগর সীমান্ত ফাঁড়ি কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম ফোর্স নিয়ে পিয়ারাতলার একটি কলাবাগানে অভিযান পরিচালনা করেন। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৫১০ বোতল ফেনসিডিল করে বিজিবি।

উথলী বিশেষ ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার নাজমুল হক গোপন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে রাঙ্গিয়ারপোতা গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় রাঙ্গিয়ারপোতা নতুনপাড়া থেকে ১৬৮ বোতল ফেনসিডিল মাদকব্যবসায়ী শাহাবুল ইসলামকে আটক করেন। সে রাঙ্গিয়ারপোতা নতুনপাড়া গ্রামের মৃত ছাদের আলীর ছেলে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান আটকের সংবাদ নিশ্চিত করেছেন।

Leave a comment