দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে দামুড়হুদা দশমী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান শিক্ষক সমিতির সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমেন্দ্রনাথ পোদ্দার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নুরজাহান, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জামাল উদ্দীন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবিদ আজাদ, হুমায়ন কবীর, মমতাজ পারভীন, আশরাফুল হক, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক স্বরুপ দাস, সহসভাপতি হেলেনা পারভীন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জুয়েল প্রমুখ। অনুষ্ঠানে ২০১৪ সাল থেকে ২০১৫ সালের আগস্ট মাস পর্যন্ত অবসরপ্রাপ্ত ৪ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিক্ষক আরতী হালসানা।