মেহেরপুর অফিস: মেহেরপুর শহর সমাজসেবা কার্যালয় সমন্বয় পরিষদের ৩ বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র বিক্রি করা হয়েছে।
জানা যায়, নির্বাচনী তফশিল অনুযায়ী গতকাল বুধবার বিকেল ৫টা পর্যন্ত ৮টি পদের অনুকূলে ৮টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। সভাপতি পদে মো. আক্কাস আলী, সহসভাপতি পদে আলহাজ আবু তাহের ও মো. আব্দুল মজিদ, যুগ্মসম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ পদে আলহাজ নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলাম, প্রচার ও গণসংযোগ সম্পাদক পদে মো. মামলত হোসেন এবং সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মাহফুজুর রহমান রিটন। পদাধিকার বলে শহর সমাজসেবা অফিসার সাধারণ সম্পাদক হবেন। আগামী ২৫ আগস্ট এ নির্বাচন অনুষ্ঠিত হবে।