দামুড়হুদায় ফেনসিডিলসহ মহিলা আটক

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় বিজিবি সদস্যরা মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৬৫ বোতল ফেনসিডিলসহ ফুট্টুরী বেগম (৩৫) নামের এক মহিলা চোরাকারবারীকে আটক করেছে। সে দামুড়হুদা উপজেলার আরামডাঙ্গা গ্রামের রমজান আলীর স্ত্রী। গত মঙ্গলবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আলী হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কার্পাসডাঙ্গা কোমরপুর ব্রিজের নিকট অভিযান চালিয়ে ৬৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করেন। এ ঘটনায় মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আলী হোসেন বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন। এ ছাড়া গত মঙ্গলবার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার একরামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সুলতানপুর গ্রামের মাঠে অভিযান চালিয়ে ২৭ বোতল ভারতীয় মদ এবং ৪৩ বোতল ভারতীয় ফেনসিডিল এবং বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে হৈবতপুর মাঠে অভিযান চালিয়ে ৬৯ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন। চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a comment