চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য মসলেম উদ্দিন, মহাসিন আলী ও আব্দুর রশিদ চৌধুরী এবং প্রবীণ আইনজীবী সহকারী বিশারত আলী হজব্রত পালনের উদ্দেশে আগামী ১৬ আগস্ট দেশ ত্যাগ করবেন। এছাড়া জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল ওহাব মল্লিক অপারেশনের পর মারাত্মক অসুস্থ অবস্থায় ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে আইসিইউতে অচেতন অবস্থায় রয়েছেন। হজব্রত পালনের উদ্দেশে গমনেচ্ছুদের জন্য শুভকামনা ও আইনজীবী সমিতির সভাপতি আব্দুল ওহাব মল্লিকের সুস্থতার জন্য গতকাল বুধবার বাদ জোহর জেলা আইনজীবী সমিতির নতুন হলরুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা বারের সিনিয়র সহসভাপতি আলহাজ মুনসুর উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালন করেন চুয়াডাঙ্গা জেলা বারের সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম। এ সময় আইনজীবী মসলেম উদ্দিন, মহাসিন আলী, আব্দুর রশিদ চৌধুরী ও আইন সহকারী বিশারত আলী সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। একই সাথে নিজেদের অজান্তে কারো সাথে কখনো খারাপ আচরণ করলে তার জন্য ক্ষমা প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- সহসভাপতি অ্যাড. সিরাজুল ইসলাম, মনিরুজ্জামান, আশরাফ আলী, রফিউর রহমান, সেলিম উদ্দিন খান, আলমগীর হোসেন, নুরুল ইসলাম, এমএম শাহজাহান মুকুল, সাঈদ মো. শামিম রেজা ডালিম, রফিকুল আলম, আব্দুস সালাম, মকবুল হোসেন, অহিদুল ইসলাম মানি খন্দকার, বদিউজ্জামান, ফজলে রাব্বী সাগর, এসএম শরীফ উদ্দিন হাসু, আব্দুল খালেক, তছলিম উদ্দিন ফিরোজ, রাসেল, আবু তালেব, রানা প্রমুখ।

Leave a comment