চুয়াডাঙ্গা জেলা শিল্পী কল্যাণ পরিষদের বর্ষপুর্তি ও নবীনবরন

দুজন তবলচিসহ ৪ জনকে সংবর্ধনা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সঙ্গীতাঙ্গনে তবলায় বিশেষ অবদান রাখার জন্য মো. ফরিদ উদ্দীন ও সিরাজুল ইসলামকে এবং সঙ্গীতে মীর সোহরাব হোসেন ও নিজাম মাহমুদকে সংবর্ধিত করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা শিল্পী কল্যাণ পরিষদের ৯ম প্রতিষ্ঠাবাষির্কী উৎসবে চারজনকে সংবর্ধিত করা হয়।

বর্ষপুর্তি ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে জেলা শিল্পী কল্যাণ পরিষদ গতকাল শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা শ্রীমন্ত টাউন হলে সাংস্কৃতিক ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সভাপাতিত্ব করেন ওয়ালিউর রহমান মালিক টুল্লু। সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এসএম ইস্রাফিল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বাদ্যযন্ত্র বিভাগের দুজন অশোক কুমার সরকার ও শামিম জহির যুগলবন্দী তালযন্ত্র বাজিয়ে দর্শকশ্রোতাদের মুগ্ধ করেন। সঙ্গীত পরিবেশন করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সালেহ উদ্দীন, কানাডা প্রবাসী একেএম শফিউল ইসলাম, কুষ্টিয়ার শহিদুল ইসলাম, সুরকার ও গীতিকার আনোয়ার হোসেন বাবু, মীর সোহরাব হোসেন, আব্দুল মালেক, নিজাম মাহমুদসহ স্থানীয় শিল্পীরা।