কুষ্টিয়ায় সোয়া ৬ কোটি টাকা রাজস্ব আদায়

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলচালকদের বিরুদ্ধে অভিযানে ব্যাপক সাড়া মিলেছে। পুলিশ এ অভিযান সফল করতে প্রতিনিয়ত মোটরসাইকেল আটক অভিযান চালিয়ে যাচ্ছে। এর ফলে গত তিন মাসে জেলায় সহস্রাধিক মোটরসাইকেল রেজিস্ট্রেশন করায় সরকারের রাজস্ব আদায় হয়েছে প্রায় সোয়া ৬ কোটি টাকা। যা অন্য সময়ের চেয়ে অনেক গুণ বেশি।

জানা যায়, কুষ্টিয়ায় মোটরসাইকেলের শোরুমগুলো থেকে মোটরসাইকেল কিনে দীর্ঘদিন যাবত রেজিস্ট্রেশন ও লাইসেন্স না করে সড়কে দাপটের সাথে অনটেস্ট, সাংবাদিক, পুলিশ, অবসরপ্রাপ্ত পুলিশ, আনসার, বিডিআর, ডাক্তার, আবেদনকৃত ইত্যাদি নামে নেমপ্লেট করে চলাচল করে। অভিযানের শুরু থেকে কুষ্টিয়া পুলিশের উদ্যোগে মহাসড়কের বিভিন্ন স্থানে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করা হয়। এতে আটককৃত মোটরসাইকেলের মালিকরা ব্যাংকে টাকা জমা দেয়ার রসিদ প্রদর্শনের পর সরকারি জরিমানার টাকা পরিশোধ করে মোটরসাইকেল ফেরত নিতে পারছেন। আটক মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মামলা হওয়াতে সেখান থেকেও বিপুল পরিমাণ রাজস্ব আদায় হচ্ছে।

বিআরটিএ কুষ্টিয়া অফিসের সহকারী পরিচালক প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, রেজিস্ট্রেশন ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল মালিকদের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ায় গত ৩ মাসে এখাতে রাজস্ব আদায় হয়েছে ৬ কোটি ২১ লাখ ৬৬ হাজার ৫৭১ টাকা।

Leave a comment