স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের নাচোল সোনাইচন্ডী হাটে বিদ্যুতস্পৃষ্ট হয়ে চারজন মারা গেছেন। এছাড়াও আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে ইজারা ঘরের গ্রিলের সাথে বিদ্যুতের তার লেগে গেলে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- নজরুল (৫০), হাজি সেলিম ও আলমগীর (৪০)। নজরুলের বাড়ি সিরাজগঞ্জে। হাজি সেলিমের বাড়ি বগুড়ায়। আর আলমগীর গোমস্তাপুর উপজেলার নজরপুর গ্রামের তারেকের ছেলে। ঘটনার পরপরই বগুড়া ও সিরাজগঞ্জের তিনজনের লাশ তাদের সঙ্গীরা ট্রাকে করে নিয়ে চলে যাওয়ায় তাৎক্ষণিকভাবে নাম ঠিকানা জানা যায়নি।