খালেদা জিয়ার লন্ডনের ভিসা চূড়ান্ত

 

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার ভিসা চূড়ান্ত হয়েছে। আগামী দু এক দিনের মধ্যে এমিরেটস এয়ার লাইন্সের একটি বিমানে তিনি লন্ডনের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে। শুক্রবার ঢাকা ছাড়ার প্রস্তুতি রয়েছে তার। বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। লন্ডনে সফরের বিষয়ে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট শামসুর রাহমান শিমুল বিশ্বাস সাংবাদিকদের বলেছেন, সময় চূড়ান্ত হলে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে দলটির নেতারা বলেছেন, তিনি চোখের চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। অন্তত ৮-১০ দিন তিনি সেখানে অবস্থান করবেন। চোখের চিকিৎসার জন্য গেলেও প্রবাসী বাংলাদেশি, ব্রিটিশ সরকার এবং সেখানকার রাজনৈতিক নেতাদের সাথে খালেদা জিয়ার বৈঠকের কথা রয়েছে।

Leave a comment