ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলার আব্দুর রউফ ডিগ্রি কলেজে শিক্ষক নিয়োগ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। কলেজ কমিটির কতিপয় সদস্য গত সোমবার ঝিনাইদহ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে নিয়োগ বাণিজ্য ও কলেজের কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। অন্যদিকে কলেজ সভাপতির প্রতিনিধিরা বলছেন, নিয়োগের টাকা অভিযোগকারীরা ভাগাভাগি করতে চেয়েছিলেন, তা করতে না দেয়ায় মিথ্যাচার করা হচ্ছে।
আব্দুর রউফ ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির জাতীয় বিশ্ববিদ্যালয় মনোনীত প্রতিনিধি মো. রফি উদ্দীন বিশ্বাস সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করেন, কলেজের দর্শন, উৎপাদন ব্যবস্থাপনা, গ্রন্থাগারিক ও প্রদর্শক নিয়োগ দিয়ে সভাপতি ও তার লোকজন ৩০ লাখ টাকার বাণিজ্য করেছেন, যা জেলা প্রশাসককে গত ২৭ জুলাই লিখিতভাবে জানানো হয়েছে। আর এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে কলেজ কমিটির সভাপতির অনুপস্থিতিতে। লিখিত অভিযোগে দাবি করা হয়েছে কলেজের উপাধ্যক্ষ থাকার পরও জুনিয়র শিক্ষক জিনাত জেসমিনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিয়ে সব ক্ষেত্রে অনিয়ম করা হচ্ছে। ডাক্তার সদ্যস্যের ক্ষেত্রে রেজিস্টার্ড চিকিৎসকের পরিবর্তে গ্রাম্য হাতুড়ে ডাক্তারকে সদস্য করা হয়েছে। হিতৈশী সদস্য ২০ হাজার টাকা কলেজ ফান্ডে জমা না দিয়ে সদস্য হয়েছেন, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধান লঙ্ঘন। জমি না দিয়ে দাতাসদস্য করা হয়েছে। বৈধ সদস্যদের কোণঠাসা করতে ছয় জন সদস্য পরিচালনা কমিটিতে নতুন করে অবৈধভাবে নিয়োগ দেয়া হয়েছে। ফলে সভার কোরাম না থাকলেও এখন কোরাম দেখানো হচ্ছে। লিখিত বক্তব্যে কলেজ পরিচালনা কমিটির সভাপতি সংসদ সদস্য তাহজীব আলম ছিদ্দীকিকে অযোগ্য হিসেবে দাবি করে এলাকার এ শিক্ষা প্রতিষ্ঠানটিকে রক্ষার দাবি জানানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে বিদ্যোৎসাহী সদস্য আব্দুল মান্নান, অভিভাবক সদস্য সাধুহাটী ইউপির প্যানেল চেয়ারম্যন কাজী নাজির উদ্দীন ও আলী হোসেন উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিযোগকারীরা জানান, এলাকার কলেজটি রক্ষার জন্য তারা প্রতিকার চান। এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিনাত জেসমিন জানান, নিয়োগ নিয়ে কোনো বাণিজ্য হয়নি। স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে।