মুন্সিগঞ্জ প্রতিনিধি: মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার মারাত্মক অসুস্থ হয়ে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হয়েছেন। তার দ্রুত সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে এলাকাবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার ভোর ৬টার সময় চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার বুকে ব্যথা অনুভব করেন। পরিবারের লোকজন তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। তার ডান হাত অকেজো হয়ে পড়ে। চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে রেফার করেন। গতকাল সকাল ১০টার সময় তার পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেন।