দর্শনা অফিস: সাংবাদিক আবুল কালাম আজাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সাংবাদিকরা। সাংবাদিক আবুল কালাম আজাদ গতকাল মঙ্গলবার ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সমন্বয়ক মনিরুজ্জামান ধীরু, দর্শনা প্রেসক্লাবের সভাপতি হানিফ মণ্ডল, সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ, সাধারণ সম্পাদক ইকরামুল হক পিপুল, যুগ্মসম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সহসভাপতি চঞ্চল মেহমুদ, সাধারণ সম্পাদক এসএম ওসমান, সাংবাদিক এফএ আলমগীর, হারুন রাজু, ইয়াছির আরাফাত মিলন, মনিরুজ্জামান সুমন, আহসান হাবীব মামুন, নুরুল আলম বাকু, রাজিব মল্লিক, সাব্বির আলীম, মনজুরুল ইসলাম প্রমুখ।