স্টাফ রিপোর্টার: শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশের জয়ে সরোয়ার জামান নিপু করেন জোড়া গোল। অন্য দুটি গোল আবেদিন রাকিব ও মোহাম্মদ আতিকুজ্জামান। টানা দু হারে এ আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো শ্রীলঙ্কা। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারানো ভারত এ গ্রুপ থেকে বাংলাদেশের সাথে সেমিফাইনালে উঠেছে।
খেলার ষষ্ঠ মিনিটেই সরোয়ার জামান নিপুর দারুণ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের মধ্যে তার ডান পায়ের শট প্রতিপক্ষের এক ডিফেন্ডার ফিরিয়ে দেয়ার পর বাঁ পায়ে ফিরতি শটে লক্ষ্যভেদ করেন নিপু। প্রথমার্ধের বাকিটা সময় আক্রমণের ধার ধরে রাখলেও ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেও অফ সাইডের কারণে স্বাগতিকদের একটি গোল বাতিল হয়। তবে ৬০ মিনিটে রাকিব লক্ষ্যভেদ করলে ব্যবধান দ্বিগুণ করে নেয় বাংলাদেশ। ১৬ মিনিট পর কর্ণার থেকে উড়ে আসা বলে হেড দিয়ে আতিকুজ্জামান লক্ষ্যভেদ করলে ৩-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৮৭ মিনিটে শ্রীলঙ্কার ম্যাচে ফেরার আশা বলতে গেলে শেষ করে দেন নিপু। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বলে প্লেসিং শটে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন তিনি। আগামীকাল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।