গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর শিশিরপাড়া গ্রাম থেকে কিশোর-কিশোরীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় একটি ঘরের মধ্যে তাদেরকে অন্তরঙ্গ অবস্থায় স্থানীয়রা আটকের পর পুলিশে সোপর্দ করে।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, গাংনী মাঠপাড়ার আবুল কাশেমের ছেলে দশম শ্রেণির ছাত্র সালা উদ্দীনের সাথে শিশিরপাড়া গ্রামের নবম শ্রেণিতে পড়ুয়া এক মেয়ের সাথে প্রেমসম্পর্ক গড়ে ওঠে। গতকাল সোমবার সন্ধ্যায় মেয়ের এক প্রতিবেশীর বাড়ির শয়নকক্ষে দুজনে অবস্থান করছিলো। এ সময় বাড়িতে পুরুষ কেউ ছিলো না। অবস্থানের কিছু সময় পর পুরুষ মানুষ বাড়ি ফিরলে বিষয়টি নজরে পড়ে। অসামাজিক কার্যকলাপ সন্দেহে এক পর্যায়ে তাদেরকে ঘরের মধ্যে আটকে রাখা হয়। খবর পেয়ে প্রথমে প্রতিবেশী এবং পরে গ্রামের উৎসুক মানুষ ভিড় করে। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
কিশোরী জানায়, এক বছর আগে প্রথমে পরিচয় এবং তারপরে প্রেমসম্পর্কের মধ্য দিয়ে তারা ঘর বাঁধার স্বপ্ন দেখে। পিতা-মাতার অনুপস্থিতে প্রায়ই সালা উদ্দীন তাদের বাড়িতে আসতো। তাদের মধ্যে দৈহিক সম্পর্কও রয়েছে। দৈহিক সম্পর্কের বিষয়টি অস্বীকার না করলেও নানান টালবাহানা করে সালা উদ্দীন ও তার পরিবারের লোকজন। কিশোরীর বয়স এখনও ১৮ বছর পূর্ণ না হওয়ায় তার পরিচয় গোপন রাখা হলো।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, যেহেতু দুজনই অপ্রাপ্ত বয়স্ক তাই তাদের বিয়ে দেয়া সম্ভব নয়। তবে উভয় পরিবারের লোকজন সমঝোতার জন্য সময় চেয়েছে। সকালের মধ্যে তারা সমঝোতায় পৌঁছুতে না পারলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।