দ্বিতীয় স্ত্রীর দায়ের করা মামলায় ৭ নং স্ত্রীর বাড়ি থেকে ভগিরথপুরের বিয়েপাগল সাইফুল আটক

 

দামুড়হুদা প্রতিনিধি: দ্বিতীয় স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি দামুড়হুদা ভগিরথপুরের চিহ্নিত বিয়েপাগল সাইফুলকে (৩৮) পুলিশ আটক করেছে। গত শুক্রবার দিনগত রাতে তার ৭ নং স্ত্রীর বাড়ি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগায়োন গ্রাম থেকে দামুড়হুদা থানা পুলিশ তাকে আটক করে। গতকাল শনিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে দামুড়হুদা থানা পুলিশ। সে উপজেলার ভগিরথপুরের মনিরুজ্জামানের ছেলে। সে একে একে ৭টি বিয়ে করে এলাকায় আলোচিত এক বিয়েপাগল হিসেবে পরিচিতি লাভ করেছে।