দামুড়হুদার কুতুবপুর গ্রামে গোডাউনের তালা ভেঙে দু লাখ টাকার চুল চুরি

৩ চোর পাকড়াও : চুল ফেরত দেয়ার শর্তে মুক্তি

 

দর্শনা অফিস/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কুতুবপুর গ্রামে গোডাউনের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা গোডাউন থেকে প্রায় ২ লাখ টাকার প্রসেসিং করা চুল চুরি করেছে। এ ঘটনায় ৩ চোরকে ধরে দেয়া হয়েছে উত্তম-মাধ্যম। সালিসসভায় চুরিকৃত চুল ফেরত দেয়ার প্রতিশ্রুতিতে ছেড়ে দেয়া হয়েছে অভিযুক্ত ৩ চোরকে।

জানা গেছে, গত পরশু শুক্রবার রাতে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর পশ্চিমপাড়ার রমজান আলীর ছেলে আরিফুল ইসলামের গোডাউনের তালা ভেঙে ১ লাখ ৮০ হাজার টাকার প্রসেসিং চুল চুরির ঘটনা ঘটে। এ চুরির ঘটনায় গতকাল শনিবার বিকেলে সন্দেহজনকভাবে একই ইউনিয়নের মুন্সিপুরের আব্দুর সবদুল বারীর ছেলে আব্দুর রহমান (৩৫), সানোয়ার হোসেনের ছেলে হাসিবুল (২৫) ও তেলা কুমারের ছেলে সোহেলকে (২৪) ধরে দেয়া হয় উত্তম-মাধ্যম। এতে চুরির ঘটনা স্বীকার করে অভিযুক্ত ৩ চোর। পরে গ্রামেই আয়োজন করা হয় সালিসসভার। সালিসে চুরিকৃত চুল ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।