ঝিনাইদহ অফিস: পুলিশ হত্যামামলায় ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জহির উদ্দিন নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার রথখোলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি হরিণাকুণ্ডুর কাপাশহাটিয়া ইউনিয়ন জামায়াতের রোকন ও রথখোলা গ্রামের আব্দুল জব্বার মণ্ডলের ছেলে।
হরিণাকুণ্ডু থানার ওসি মহিবুল ইসলাম জানান, গত ৩ মার্চ হরতাল চলাকালে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের ভেতর থেকে জামায়াত-শিবির নেতাকর্মীরা পিটিয়ে ও কুপিয়ে পুলিশ কনস্টেবল ওমর ফারুককে হত্যা করে।