আপনার এলাকায় সন্দেহজনক লোক দেখলে পুলিশে খবর দিন

চুয়াডাঙ্গার মোমিনপুরে অপরাধ প্রতিরোধ সভায় সহকারী পুলিশ সুপার

 

স্টাফ রির্পোটার: চুয়াডাঙ্গার জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের কমিউনিটি পুলিশিং কমিটির অপরাধ প্রতিরোধে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (সার্কেল) বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিঙের গুরুত্ব অপরিসিম। আপনার এলাকায় অপরিচিত মানুষের সন্দেহজনক চলাফেরা দেখেলে তার সম্পর্কে খোঁজ নিন নতুবা পুলিশে খবর দিন।

জানা গেছে, গতকাল শনিবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়ন পরিষদ হলরুমে কমিউনিটি পুলিশিঙের অপরাধ প্রতিরোধ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতি ছিলেন সাবেক মেম্বার রমজান আলী। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (সার্কেল) ছুফীউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন, ওসি (তদন্ত) এএইচএম কামরুজ্জামান। উপস্থিত ছিলেন স্বপন মেম্বার, মোস্তাফিজুর রহমান মাজু, জাফর আলী, মুছাব আলী মাস্টার প্রমুখ। এছাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কমিনিউনিট পুলিশিং কমিটির সভাপতি-সেক্রেটারিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (সার্কেল) ছুফীউল্লাহ বলেন, বাংলাদেশে ১৬ কোটি মানুষের জানমালের নিরাপত্তা দেবার জন্য ১৪শ লোকের জন্য একজন করে পুলিশ মাত্র। আপনার এলাকায় কে কী করে সেটা আপনারা ভালো জানেন। এলাকার সন্ত্রাস চাঁদাবাজদের ধরিয়ে দিন। আপনার পরিচয় গোপন রাখা হবে। কোনো অপরিচিত লোককে সন্দেহজনক ভাবে ঘুরাঘুরি করতে দেখলে তার সম্পর্কে ভালো করে খোঁজ নিন। প্রয়োজনে পুলিশে খবর দিন। এছাড়া তিনি কমিউনিটি পুলিশিঙের কর্মকাণ্ড ও বিচার সালিসে কি কি মামলার বিচার সালিস করতে পারবে এবং বাল্যবিয়েসহ মাদকের ওপর আলোচনা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবলীগ নেতা আশিকি ফারুক।

Leave a comment